রানীগঞ্জে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে জয়ী অশোক সংঘ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : সংসদের অর্ধাঙ্গিনী পুনম সিনহা এসে উপস্থিত হলেন অনূর্ধ্ব ১৩ বছরের এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলার পুরস্কার বিতরণে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পক্ষ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবস উদযাপন উপলক্ষে ৭ দিবসীয় নানাবিধ কর্মসূচি সম্পন্ন হচ্ছে বিভিন্ন থানা গুলিতে তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচির তৃতীয় দিনে রানীগঞ্জের রণায় ফুটবল ময়দানে আয়োজিত হচ্ছে এই অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট।



এদিনের এই খেলায় রানীগঞ্জ এলাকার পাঁচটি দল অংশগ্রহণ করে যারা হল অশোক সংঘ রানীগঞ্জ, এন কে সি কাজোরা, এসএসসি এ ক্রিকেট একাডেমি, স্পোর্টস একাডেমি, ও নিমচা ক্রিকেট একাডেমি। যার মধ্যে এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় অশোক সংঘ রানীগঞ্জ, বনাম এসএস সি এ ক্রিকেট একাডেমী রানীগঞ্জ। যে খেলা এদিন প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে অশোক সংঘ সাত ওভারে চার উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এসএসসি এ চার উইকে হারিয়ে ২৭ রান সংগ্রহ করে। এই খেলায় ১৪ রানে জয় লাভ করে অশোক সংঘ। ম্যান অফ দ্যা ম্যাচ হয় অশোক সংঘর বিশাল গোঁপ , টুর্নামেন্টের বেস্ট বলার হয় সৌমিক গোপ, ম্যান অফ দা সিরিজ হয় জিসান শেখ।