আসানসোলে জঙ্গল থেকে শিশুর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ঘন জঙ্গলের মধ্যে একটা জায়গায় বেশ কয়েকটি কুকুর ছিলো । যা দেখে সন্দেহ হয় জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের । তবে প্রথম দিকে তারা বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু বেশ কিছুক্ষণ পরে ঐ এলাকা থেকে দুর্গন্ধ পান এলাকার কয়েকজন বাসিন্দা। সঙ্গে সঙ্গে তারা জঙ্গলে যান। তারা দেখেন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে এক শিশুর মৃতদেহ । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায় ।
শুক্রবার সকালের এই ঘটনায় আসানসোলের কালিপাহাড়ির কুর্তিয়া পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।




জানা গেছে, এ দিন সকালে আসানসোলের কালাপাহাড়ির কুর্তিয়া পাড়ার বাসিন্দারা লাগোয়া জঙ্গলে এক শিশুর দেহ দেখতে পান। খবর দেওয়া হলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গল থেকে দেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত শিশুর বয়স এক বছর বয়স বলে প্রাথমিক তদন্তের পরে অনুমান তদন্তকারী পুলিশ অফিসারদের। আরো জানা গেছে, শিশুর দেহটি বিকৃত হয়ে গেছে। মৃত শিশুর কোন পরিচয় পাওয়া যায় নি ।
পুলিশের এক আধিকারিক বলেন, শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। তার রিপোর্ট পেলে জানা যাবে, ঠিক কি ভাবে শিশুর মৃত্যু হয়েছে। অনুমান, অন্য কোন জায়গা থেকে কেউ বা শিশুর মৃতদেহটি কাপড়ে মুড়ে এই এলাকার জঙ্গলে ফেলে দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।