PANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরে রাস্তার গুণগত মান খারাপ মেরামতের কাজ বন্ধ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, সার্থক কুমার দে ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পাণ্ডবেশ্বরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে আসেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কিন্তু নিজের চোখে কাজের গুণগত মান খারাপ হওয়া জন্য সেই কাজ বন্ধ করলেন বিধায়ক নিজেই। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। গত বছরের হইতে এই বছর প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে সেইসব রাস্তার মেরামতের কাজ চালু হচ্ছে। বিশেষ করে পাণ্ডবেশ্বরের ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর রেলগেট পর্যন্ত রাস্তার আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাজের পর্যবেক্ষণ হবে।

দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া- বরগড়িয়া রাস্তাটি ৭ কোটি টাকা ব্যয়ে কাজ অবিলম্বে শুরু হবে।শুক্রবার থেকে শুরু হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড় থেকে হেতেডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ। কিন্তু এদিন সকালে রাস্তার কাজ নিয়ে অভিযোগ পান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তিনি এলাকায় পৌঁছে যান। তারপর নিজের চোখে সেই রাস্তার কাজের গুণগতমান খারাপ হচ্ছে দেখে বুঝতে পারেন সঙ্গে সঙ্গে রাস্তা মেরামতের কাজ বন্ধ করেন বিধায়ক। খবর পাঠান দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকে।পরে বিধায়ক বলেন, গত ২৫ বছরে এই ধরনের বর্ষা সাধারণ মানুষ দেখেননি।

তাই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা এই বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে প্রত্যেকটি রাস্তা মেরামত ও নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন সরপি মোড় থেকে রাস্তাটির মেরামতের কাজ হচ্ছিল।কিন্তু খবর পাই যে, তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের। এলাকায় এসে, নিজের চোখে তা দেখি। তাই মানুষের টাকায় মানুষের কাজ কোনভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে করা যাবে না। তাই রাস্তার কাজ বন্ধ করলাম। ইঞ্জিনিয়ারকে আসতে বলেছি। তারপরে সবকিছু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *