আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে শিক্ষক দিবস উদযাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জামুড়িয়ার চাঁদায় আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে শিক্ষকদের অমূল্য অবদানকে সম্মান দিতে এবং স্বীকৃতি জানাতে শনিবার শিক্ষক দিবস উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন্দ্র নাথ রায় এবং সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মিতা রায় সকল শিক্ষককে স্বীকৃতি স্বরূপ বিশেষ স্মারক প্রদান করেন।



তারা বলেন, এই পদক্ষেপ শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের লালন-পালনে নিরলস প্রচেষ্টার প্রতি স্কুল কর্তৃপক্ষের ছোট্ট একটা কৃতজ্ঞতা মাত্র। এই উপলক্ষে, স্কুলের অধ্যক্ষ রাজীব সাউ, চমৎকার শিক্ষাগত ফলাফল অর্জনে তাদের অঙ্গীকার এবং অবদানের জন্য সমস্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি কেবল শিক্ষাক্ষেত্রেই নয়, শিক্ষার্থীদের চরিত্র ও ভবিষ্যত গঠনেও তাদের ভূমিকা তুলে ধরেন।