পুলিশি অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো, মাঝরাতে বাড়িতে গিয়ে শাসানি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :
পুলিশি অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো,অভিযানের নামে মাঝরাতে বাড়িতে গিয়ে শাসানি সহ বিভিন্ন অভিযোগ জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি এলাকার মানুষের।
সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ।
কয়েকদিন আগে ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল সালানপুরের দেন্দুয়া এলাকা। প্রায় ১৮ ঘণ্টা ধরে বিক্ষোভ অবরোধ চলার পর বিক্ষোভ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এরপর এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ এবং আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হয়।













পুলিশ সূত্রে জানা গেছিলো যে পুলিশের উপর হামলা ও ইট পাটকেল ছোড়ার ফলে একাধিক পুলিশ জখম হন এই ঘটনায় ৩জনকে গ্রেফতার করে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হয়।এই ঘটনার পরেই ওই এলাকার মানুষ জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান। পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
এদিন জেলা শাসকের কাছে অভিযোগকারীনি কল্পনা মাহাতো লিখিত অভিযোগ জানান জেলা শাসকের কাছে তাঁর দাবি পুলিশ তার ছেলে অমর মাহাতোকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পাশাপাশি মাঝরাতে বাড়িতে গিয়ে অভিযানের নামে শাসানো হচ্ছে। এর আগেও তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। বিভিন্ন অভিযোগ তুলে তিনি এদিন জেলা শাসকের দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দেন।তবে এই অভিযোগ নিয়ে পুলিশের দাবি এই ধরনের কোন ঘটনা ঘটেনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত করছে।
)





