ডিপিএলে বদলি হওয়া কর্মীদের গেট আটকে বিক্ষোভ, কর্মস্থলে নেই ন্যূনতম সুযোগ সুবিধা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের ১৮ জন স্থায়ী কর্মীর বদলি হয়েছে ভিন জেলায়। নতুন সেই কর্মস্থলে গিয়ে দেখা গেলো সেখানে নেই থাকার মতো আবাসন। নেই সঠিক চিকিৎসা পরিষেবা। নিত্যদিনের যাতায়াতও কার্যত অসম্ভব হয়ে পড়েছেব। এইসব সমস্যার মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা।শনিবার দুপুরে বদলি হওয়া স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভ দেখানো শুরু করেন।



এই বিক্ষোভ দেখানো নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে গেটে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের তরফে অন্য জেলায় বদলি কর্মী শেখ জামিরুল ইসলাম বলেন, আমরা বদলির বিরোধিতা করছি না। কিন্তু আমাদের আপত্তি মূলত যেসব জায়গায় বদলি করা হয়েছে, সেখানকার সুযোগ সুবিধা নিয়ে। সেখানে ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব রয়েছে। ঐ জায়গায় পরিবারের সঙ্গে থাকা তো দূরের কথা, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করাও কার্যত অসম্ভব হয়ে পড়ছে। আমরা চাই আমাদের দাবি মতো সবকিছু ঠিক করা হোক।
তিনি আরো বলেন, আমরা যে আধিকারিকের সঙ্গে দাবি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তিনি ছিলেন না। তার পরিবর্তে যিনি ছিলেন, তিনি আমাদের সঙ্গে কথা বলে, কোন আশ্বাস দিতে পারেননি। এই প্রসঙ্গে ডিপিএলের এক আধিকারিক বলেন, কর্মীরা তাদের দাবির কথা বলেছেন। এই ব্যাপারে উর্ধতন আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে।