ASANSOL

আসানসোলে আইএনটিটিইউসি নেতার নেতৃত্ব মিছিল, আরপিএফের হকার উচ্ছেদের বিরোধীতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে রবিবার সকালে আসানসোল স্টেশন রোডের হকাররা একটি প্রতিবাদ মিছিল করেন। প্রতিবাদ মিছিলটি আসানসোল স্টেশন রোডের নজরুল মঞ্চের সামনে থেকে শুরু হয়ে আসানসোল পুরনিগম ঘুরে আবার নজরুল মঞ্চেে এসে শেষ হয়। স্টেশন রোডের সমস্ত হকারদের নিয়ে করা মিছিল সম্পর্কে রাজু আলুওয়ালিয়া বলেন, গত কয়েকদিন ধরে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ জওয়ানরা অফিসারদের নেতৃত্বে এসে স্টেশন রোডের হকারদের হুমকি দিচ্ছেন। তাদের জিনিসপত্র সরিয়ে দিচ্ছেন। যারা গত ৪০-৪৫ বছর ধরে কোন না কোন ভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। ফুলের ব্যবসা করা দোকানদারদেরও সরে যেতে বলা হচ্ছে।

রাজু আলুওয়ালিয়া বলেন, এখন উৎসবের মরশুম। এই সময় যদি দোকানদারদের এইভাবে হয়রানি করা হয়, তাহলে তারা কোথায় যাবেন ? এই ব্যবসায়ীরা সারা বছর ধরে উৎসবের মরশুমের জন্য অপেক্ষা করে থাকেন । গ্রাহকরা বাজারে আসছেন। এই সময়ে যদি আরপিএফ তাদের এভাবে হয়রানি করে, তাহলে এটা সহ্য করা হবে না। তিনি বলেন, সারা বছর ধরে আসানসোল ডিভিশনের আধিকারিকদের কোনও চিন্তা নেই। কিন্তু উৎসবের মরশুমে এখানকার দোকানদারদের এভাবে হয়রানি করার কারণ কি ? তিনি এটাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেন।

তিনি বলেন, বিজেপি আরপিএফ ব্যবহার করে আসানসোলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। যা কখনই সফল হতে দেওয়া হবে না। উৎসবের মরশুমে কোন দোকানদারকে হয়রানি করা যাবে না। আরপিএফ ও রেলকে হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে।যদিও আরপিএফের তরফে বলা হয়েছে, রেল আধিকারিকদের নির্দেশ মতো রেলের জমি থেকে বেআইনি দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *