আসানসোলের পর দুর্গাপুর, পুজো কমিটিকে নিয়ে পুলিশ প্রশাসনের কো-অর্ডিনেশন মিটিং, অনুদানের চেক বিলি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা বা পুলিশ কমিশনারেটের ইস্ট বা পূর্ব জোনের পুজো কমিটিগুলোকে সরকারি অনুদানের চেক প্রদান উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় , আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী , পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিক ও দুর্গাপুর মহকুমার সমস্ত পুজো কমিটি।




এই প্রসঙ্গে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, এদিন সমস্ত দুর্গাপূজো কমিটি গুলোকে নিয়ে আমরা সমন্বয় বা কো-অর্ডিনেশন বৈঠক করলাম। কিভাবে সুষ্ঠু ভাবে পুজো করতে হবে, পুজোর যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পুজোকমিটি গুলোর কি কি সমস্যা আছে, তা শোনা হয়েছে। কিভাবে সেইসব সমস্যার সমাধান করা যায় তা দেখা হবে।জানা গেছে, এই বছর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১২৩০ পুজো কমিটিকে সরকারি অনুদান হিসেবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে চেক দেওয়া হবে। প্রসঙ্গতঃ, দুদিন আগেই আসানসোলের রবীন্দ্র ভবনে এই ধরনের এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল মহকুমার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক দেওয়া হয়েছে।