ASANSOL-BURNPUR

বার্নপুরে ” ইঞ্জিনিয়ার্স ডে” পালনে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভারতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিনটিকে ‘ ইঞ্জিনিয়ার্স ডে (প্রকৌশলী দিবস)’ হিসেবে পালন করা হয়। এই দিনটি ভারতের মহান ইঞ্জিনিয়ার এবং ভারতরত্ন স‍্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়ের জন্মদিন। বিশ্বেশ্বরায় ছিলেন ভারতের অন্যতম মহান ইঞ্জিনিয়ার, যিনি আধুনিক ভারত তৈরিতে বিশেষ যোগদান করেছিলেন এবং ভারতকে এক নতুন রূপ দিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠা ভারতে কিছু অসাধারণ অবদান রেখেছিল।তার সম্মানে ও সোমবার ‘ ইঞ্জিনিয়ার্স ডে ‘ উপলক্ষে, বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্নপুর স্টেডিয়ামের বিইউসি কনফারেন্স হলে একটি “স্বেচ্ছায় রক্তদান শিবির”র আয়োজন করা হয়েছিল।এদিনের রক্তদান শিবিরে, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার মহাপ্রবন্ধক আই/সি (মানব সম্পদ) সব‍্যসাচী দত্ত মুখ‍্য অতিথি এবং ইস্কো অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল কুমার সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকল রক্তদাতাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং স্মারক দেওয়া হয়।এই প্রসঙ্গে বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লব কুমার মান্না বলেন, গতবারের মত এবারও বার্নপুর হাসপাতালের সহযোগিতায় এই শিবির আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং অভিভূত।

তিনি আরো বলেন , বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেল আইএসপি বা ইস্কো কারখানায় কর্মরত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডেজিগনেশন, উচ্চশিক্ষা সহ অন্যান্য কেরিয়ার গ্রোথ বিষয় কে অন্তর্ভুক্ত করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের প্রতিও দায়বদ্ধ। তাই সেই উদ্দেশ্যেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের আহ্বায়ক, অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মীর মুসাররফ আলী বলেন , গত দু’ মাসে বার্নপুরের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেছে, যেখানে সেল ইস্কো ইস্পাৎ কারখানার অনেক রক্তযোদ্ধা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন।

খারাপ আবহাওয়া হওয়া সত্ত্বেও, এদিনের শিবিরে মোট ২৫ জন রক্তযোদ্ধা রক্তদান করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। শিবিরের থেকে সংগ্রহ করা রক্ত বার্নপুর হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি সোমনাথ মাজি এই রক্তদান শিবির সফল করার জন্য সকল রক্তদাতাদের, অতিথি, বার্নপুর হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীদের এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *