আসানসোল পুরনিগমের বোরো অফিসে স্থানীয়দের বিক্ষোভ
সাফাই বিভাগের গাড়ি থেকে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কালীপাহাড়িতে আসানসোল পুরনিগমের ৬ নম্বর বোরো অফিসে সোমবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযোগ, ৬ নম্বর বোরো অফিসের বাইরে রাখা আছে আসানসোল পুরনিগমের সাফাই বিভাগের গাড়ি। সেই গাড়িগুলি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। তাতেই ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়েছেন, এর ফলে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি এর থেকে সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।




স্থানীয়দের আরো অভিযোগ, পুরনিগমের এই গাড়িগুলি ময়লা ও আবর্জনায় ভর্তি থাকে। যা থেকে ক্রমাগত দুর্গন্ধ ছড়াচ্ছে। একজন বাসিন্দা বলেন, গাড়িগুলি থেকে এখানকার বাতাসে দুর্গন্ধ মিশে আছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সময়মতো এগুলো না সরালে রোগ ছড়াতে পারে। বিড়ম্বনার বিষয়, এটাই যে পুরনিগমের উপর নাগরিকদের সুবিধা ও পরিসেবা দেওয়ার দায়িত্ব রয়েছে, তারই নিজস্ব কার্যালয় বোরো অফিসের শোচনীয় অবস্থা। বৃষ্টির কারণে কার্যালয় চত্বরে জল জমে বেহাল অবস্থা তৈরি হয়েছে। এর ফলে বোরো অফিসের কর্মী এবং সেখানে আসা সাধারণ মানুষদেরকে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়রা পুরনিগম কর্তৃপক্ষের কাছে অবিলম্বে গাড়ি সরানো, পরিচ্ছন্নতার ব্যবস্থা করা এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আসানসোল পুরনিগমের তরফে, এলাকার বাসিন্দাদের দাবি ও অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।