ASANSOL

আসানসোলের একাধিক এলাকা ঘন্টা কয়েকের বৃষ্টিতে জলের তলায়

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সপ্তাহের প্রথম দিন, সোমবার সকালে আসানসোল শহর সহ শিল্পাঞ্চলে কয়েক ঘন্টার বৃষ্টিপাতের কারণে অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। সেই বৃষ্টি শুরু হয় সকাল সাড়ে নটার পরে। চলে দুপুর দুটো পর্যন্ত। যে কারণে যারা এদিন সকালে কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা সে আসানসোলের কালীপাহাড়ি  বাঘবন্দী থেকে আসানসোলের দিলদারনগর এলাকা হোক না । সেদিক থেকে বলতে গেলে, এদিন সকালে চরম ভোগান্তি পোহাতে হয় সবাইকে।
আসানসোল স্টেশন রোডের ১৩ নং মোড় এলাকায় এদিন সকালে একই রকম দৃশ্য দেখা গেছে। রেলপারের ওকে রোড এলাকাও জলমগ্ন হয়ে পড়ে এদিনের বৃষ্টিতে।


অন্যদিকে, আসানসোলের হটন রোডের আর্য সরণীতে সংলগ্ন এলাকায় বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যায়। অল্প সময়ের জন্য হলেও, এখানে এত জল ছিল যে স্কুটি এবং মোটরসাইবাইকের মতো ছোট যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষদের রাস্তার দুদিকে দাঁড়িয়ে জল না কমা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই রাস্তা দিয়ে যাওয়া লোকজনেরা বলেন, জলনিকাশী বা ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকার কারণে এই সমস্যা হচ্ছে।

বৃষ্টিপাতের সাথে সাথে যাতে মানুষকে এই ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেদিকে আসানসোল পুরনিগমের মনোযোগ দেওয়া উচিত। তারা বলেন, এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং মানুষকে জীবন ঝুঁকি নিয়ে চলাচল  করতে হয়।
এদিকে, এদিন সকালে একই ছবি দেখা যায় বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন এলাকায়। রাস্তা দিয়ে উপচে বয়ে চলে জল। তার মধ্যেই গাড়ি চলাচল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *