দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-সালানপুর থানার তত্ত্বাবধানে আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত করা হলো রূপনারায়ানপুর নান্দনিক হলে।মঙ্গলবার বিকেলে বৈঠকে উপস্থিত হন এসিপি(কুলটি)এস.কে জাবেদ হোসেন,এসিপি ট্রাফিক(১)সৌরভ চৌধুরী,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা, সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা এবং সালানপুর ব্লকের সরকারি অনুমতি প্রাপ্ত ৫০টি দুর্গাপুজা কমিটির সদস্য এবং তাছাড়াও সরকারি অনুমতি না পাওয়া ১১টি পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।













এদিনের সভায় এই বার দুর্গাপুজো যেন শান্তিপূর্ণ ভাবে হয় সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।এইদিনের বৈঠকে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি বলেন সরকারি নিময় সমস্ত পূজা কমিটি কে মেনে চলতে হবে,কোনো ভাবেই শব্দ বাজি ও ডিজে বাজানো যাবে না।প্রতিটি পূজা কমিটির ভলান্টিয়ার নিয়োগ করতে হবে।এবং পূজা মণ্ডপ ও গাড়ির পার্কিং জোনে সিসিটিভি লাগাতে হবে। তাছাড়াও তিনি বিভিন্ন গাইড লাইন মেনে চলার নির্দেশ দেন।
এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন জানান সরকারি গাইড লাইন সমস্ত পূজা কমিটিকে মেনে চলতে হবে।ডিজে ও শব্দ বাজি নিয়ে নিয়মিত পুলিশের তরফে অভিযান করা হবে।তাছাড়াও তিনি বলেন সমস্ত পূজা কমিটিকে সতর্ক থেকে পূজার দিন গুলি যাতে ঝুট ঝামেলা না হয় তার দিকে নজর দিতে হবে।কোথাও কিছু অঘটন ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোরও আর্জি জানান তিনি।

