PANDESWAR-ANDAL

মহিলার রহস্য মৃত্যুর পর্দা ফাঁস, গ্রেপ্তার প্রেমিক

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : ৩১ শে আগস্ট লাউদোহার শ্রীকৃষ্ণপুরে পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয় আলেয়া বিবির মৃতদেহ । দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন । সেই জন্য মৃত্যুর কারণ নিয়ে বাঁধে রহস্য । অবশেষে পুলিশি তদন্তে রহস্য উদঘাটিত হয় । খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় মৃত মহিলার প্রেমিককে । ব্ল্যাকমেলিং এর কারণেই খুন করেছি বলে স্বীকার করে ধৃত ।

১৬ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি গ্রামের বধূ আলেয়া বিবি (৩৫) । ৩১শে আগস্ট শ্রীকৃষ্ণপুর গ্রামের কালী মন্দির সংলগ্ন একটি কুয়ো থেকে ওই গৃহবধুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ।‌ মৃত্যুর কারণ নিয়ে ছড়ায় রহস্য । দেহ উদ্ধারের দিন মৃত আলেয়া বিবির স্বামী গিয়াসউদ্দিন জানিয়ে ছিলেন ১৬ই আগস্ট সকালে ছেলেকে টিউশন মাস্টারের কাছে পৌঁছে দিয়ে বাড়িয়ে ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই । অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খোঁজ না পেয়ে অবশেষে থানায় মিসিং ডায়েরি করি । দেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ । প্রাথমিকভাবে সন্দেহ হয় প্রণয়ঘটিত কারণেই ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে বলে । স্থানীয় সূত্রেও উঠে আসে সেরকমই সম্ভাবনার কথা । একাধিক পুরুষের সাথে ওই মহিলার অবৈধ সম্পর্কের কথা জানা যায় । বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ ও প্রমাণের ভিত্তিতে অবশেষে মহিলার মৃত্যু রহস্য উদঘাটন করে পুলিশ । ওই মহিলাকে খুন করার অভিযোগে রবিবার গ্রেপ্তার করা হয় শেখ সালাউদ্দিন নামে এক যুবককে । ধৃত যুবকের বাড়ি ও মহিলার শ্বশুর বাড়ি একই জায়গায় (রাঙ্গামাটি গ্রাম ) বলে জানা যায় ।

মঙ্গলবার দুর্গাপুর থানায় বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা । তিনি বলেন ধৃত সালাউদ্দিনই ঐ মহিলার খুনি । বর্তমানে সে ৬ দিনের পুলিশি হেফাজতে রয়েছে । জিজ্ঞাসাবাদে ধৃত খুনের কথা স্বীকার করেন । বলেন কাটারি দিয়ে খুন করে ইঁটের সাথে বেঁধে মহিলার দেহটি সে কুয়োতে ফেলে দেয় । বেশ কিছুদিন ধরেই মৃত আলেয়া বিবির সাথে সালাউদ্দিনের অবৈধ সম্পর্ক ছিল । সম্প্রতি ওই মহিলা তাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে । তা থেকে মুক্তি পেতেই আলেয়া বিবিকে সালাউদ্দিন খুন করেছে বলে উঠে আসে তদন্তে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *