আসানসোলে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা, চ্যাম্পিয়ান কুলটি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ১১ সেপ্টেম্বর থেকে বিজেপির তরফে গোটা রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিলো। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে আসানসোলের রেলপারে ধাদকা পলিটেকনিক মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ২৪ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ধাদকার পলিটেকনিক ফুটবল মাঠে এই প্রতিযোগিতা ফাইনাল খেলায় কুলটির অটল ওয়ারিয়র্স দল জামুড়িয়ার মহারাণা প্রতাপ দলের মুখোমুখি হয়।




কুলটির দল প্রথমার্ধে একটি গোল করে। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে পারেনি কুলটির দল (১-০) গোলে জয়লাভ করে।এই বিষয়ে আসানসোল জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, ১১ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ও এদিন তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই জেলার ২৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কুলটির দল শিরোপা জিতে নেয়। এদিন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, কেশব পোদ্দার, সহ অন্যান্যরা।