রাস্তায় ভাজা হলো পকোড়া, আসানসোলে প্রধানমন্ত্রীর জন্মদিনে ” জাতীয় বেকারত্ব ” দিবস পালন যুব কংগ্রেসের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বুধবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস পকোড়া ভেজে ” জাতীয় বেকারত্ব দিবস বা ন্যাশানাল আনএমপ্লয়মেন্ট ডে” উদযাপন করেছে। এদিন আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন যুব কংগ্রেস কার্যালয়ে বেকারত্ব দিবস উদযাপন করা হয়। যুব কংগ্রেস জেলা সভাপতি সৌভিক মুখোপাধ্যায় বলেন, ১১ বছর আগে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি প্রতি বছর দুই কোটি যুবককে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এতোদিনেও তেমন কিছুই হয়নি। বর্তমানে দেশে বেকারত্ব চরমে। তরুণরা উচ্চ ডিগ্রি অর্জন করছে। কিন্তু দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। এরই প্রতিবাদে এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে যুব কংগ্রেস প্রতীকীভাবে পকোড়া ভেজে বেকারত্ব দিবস উদযাপন করেছে।




তিনি আরো বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তার কোনকিছুই তারা পূরণ করেনি। এই কারণেই এই উদযাপন।এদিনের অনুষ্ঠানে জেলা যুব কংগ্রেস সভাপতি ছাড়াও গৌরব রায়, মিঠুন হরিজন, পারভেজ খান, অনিল চাকলাদার, সুশোভন সিনহা, মহঃ শাকির, মহঃ রাজু, শাদাব হুসেন উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচির পাশাপাশি কংগ্রেস দলের পক্ষ থেকে ভোটের জন্য একটি স্বাক্ষর নেওয়ার অভিযান শুরু করা হয়েছে।