দুর্গাপূজোর সময় নাগরিক পরিসেবা ঠিক রাখতে বিশেষ নজরদারি, আসানসোল পুরনিগমে বোর্ড বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন দুর্গাপূজার আগে আসানসোল পুরনিগমে শুক্রবার চলতি সেপ্টেম্বর মাসের বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। এই বোর্ড বৈঠকে দুর্গাপূজো সম্পর্কিত অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসানসোল পুরনিগম এলাকায় দুর্গাপূজোর সময় দর্শনার্থীরা যাতে কোন ধরণের সমস্যার সম্মুখীন না হন সে বিষয়েও এদিনের বোর্ড বৈঠকে আলোচনা করা হয়েছে । এই বোর্ড বৈঠক আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।



পরে বোর্ড বৈঠক সম্পর্কে সাংবাদিকদের মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিনের আসন্ন দুর্গাপূজা নিয়ে আলোচনা করা হয়েছে। দুর্গাপূজোর সময় যাতে কাউকে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগম এলাকার বিভিন্ন এলাকার অনেক রাস্তার অবস্থা ভালো নয়। দুর্গাপূজোর আগে সেগুলি মেরামতের চেষ্টা করা হচ্ছে। দুর্গাপূজোর সময় কোনও এলাকায় যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য একটি জরুরি কন্ট্রোল রুম খোলা থাকবে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে। এই কন্ট্রোল রুম যেকোন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। বিশেষ করে বিদ্যুৎ, জল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হবে।
চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, দুর্গাপূজোর আগে পুর এলাকায় বিদ্যুৎ, পানীয়জল এবং রাস্তাঘাটের মতো প্রয়োজনীয় ও মৌলিক জিনিসগুলির মেরামত এবং সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, এখনই টানা বৃষ্টি হচ্ছে। যদি এভাবে বৃষ্টিপাত চলতে থাকে তাহলে রাস্তাঘাটের মেরামত কাজ শেষ করা কঠিন হবে। তবে বৃষ্টি থামলে আশা করা যাচ্ছে যে দুর্গাপূজোর আগেই সমস্ত রাস্তাঘাটের মেরামত কাজ শেষ হয়ে যাবে।মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, দুর্গাপূজোর কারণেই এই মাসের বোর্ড বৈঠক অনেক আগেই করে নেওয়া হলো। মুলতঃ দুর্গাপূজো ও তারপরে যেসব পুজো আছে, সেই সবকিছুর জন্য কি কি করা হবে, তা কাউন্সিলারদের জানানো হয়েছে। পুজোর আগে আসানসোল পুরনিগমের প্রতিটি ওয়ার্ডে ১০ টি করে লাইট দেওয়া হয়েছে। যাতে ওয়ার্ডের যে জায়গায় আলো নেই ,সেখানে লাগানো যায়।