আসানসোলে দুর্গাপূজো কার্নিভাল, আধিকারিকদের নিয়ে প্রস্তুতি দেখলেন মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপূজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূজো কার্নিভাল হচ্ছে। আগে এটি কেবল কলকাতায় হতো। তারপর গত দুই বছর ধরে এই পুজো কার্নিভাল বিভিন্ন জেলাতেও আয়োজন করা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল এবং দুর্গাপুরে দুটি কার্নিভাল হয়। এবারও দুর্গাপূজোর পরে আগামী ৪ অক্টোবর দুর্গাপুরের পাশাপাশি আসানসোলে পূজো কার্নিভাল হবে। আসানসোলে গত বছরের মতো এবারেও কার্নিভাল হবে বার্নপুর রোডে পুলিশ লাইনের সামনে। শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নিয়ে কার্নিভালের রাস্তা ও যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। তার সঙ্গে ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।




পরে এবিষয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, দুর্গাপূজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় পূজো কার্নিভালের আয়োজন করেন। আমি কার্নিভাল এলাকা পরিদর্শন করলাম। পূজো কমিটির সদস্যরা কোথায় তাদের পারফরম্যান্স করবেন, কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এই সমস্ত স্থান চিহ্নিত করা হয়েছে। ভিআইপিরা কোথায় বসবেন তাও দেখা হয়েছে। তিনি আরো বলেন, এ বছরের পুজো কার্নিভালে ১৫ টিরও বেশি দুর্গাপূজো কমিটি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। কলকাতা থেকে শিল্পীরাও আসবেন। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।