পূর্ণবাসন না দিয়ে উচ্ছেদ বা সম্প্রসারণ হবে না কড়া ভাষায় ইসিএল এজেন্টকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
বেঙ্গল মিরর, কাজল মিত্র -সালানপুর ব্লক এর বনজেমারি কোলিয়ারি এলাকার ইসিএলের এক কর্মচারী যার নাম সুশান্ত ধীবর যিনি সার্ভেয়ার টিমে রয়েছে তিনি বেশ কয়েকদিন ধরে কোন প্রকার নোটিশ না দিয়েই তিনি বনজেমারী ও খিলান ধাউড়া এলাকার মানুষকে ধমকানি চমকানি সহ তাদের জায়গা জমি নাপ করছেন।এবং মহিলাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন বলে এমন অভিযোগ তুলেন এলাকা বাসীরা।এই অভিযোগ তুলে আজ অর্থাৎ শনিবার দিন সকালে দেন্দুয়ায় ইসিএলের এজেন্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।তাদের হাতে দেখতে পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা।




বিক্ষোভে এলাকার মানুষের সমর্থনে উপস্থিত হন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।তাছাড়া উপস্থিত হন সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।গ্রামবাসীরা বনজেমারী ইসিএল এজেন্টের কাছে দাবি জানান অবিলম্বে ওই অভদ্র আচরণ করা ওই ইসিএল কর্মচারীকে বনজেমারী থেকে স্থানান্তরিত করতে হবে,এবং আলোচনা ছাড়া কোনো জমির সার্ভে করা যাবে না।এই ঘটনা প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন কয়লা খনি চালোনার জন্য সর্বত্র তৃণমূল কংগ্রেস ইসিএলের পাশে থাকে।
তবে তৃণমূল কংগ্রেসের এটা কখনোই মানবে না যারা এত বছর ধরে বসবাস করছে তাদের পূর্ন বাসন না দিয়ে উচ্ছেদ,তাই ইসিএল কে কড়া ভাষায় বলা হলো আগে আলোচনা করে পূর্ণবাসন তারপর উচ্ছেদ।এখানে এক কর্মী জোর পূর্বক জমি সার্ভে করছিলো, তাকে এলাকার মানুষ জিজ্ঞাসা করলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন।তাই এজেন্ট কে লিখিতভাবে জানানো হলো তাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে।না হলে পরবর্তী ক্ষেত্রে আন্দোলন বড় হবে।