যানজট নিয়ে বার্নপুরে বিবাদ, আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, আটক অভিযুক্ত
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* যানজটের কারণে আটকে পড়ে ও তা নিয়ে বিবাদে জড়িয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের হামলা করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সকালে বার্নপুরের ত্রিবেণী মোড় এলাকায় জয়ন্ত বাগচি নামে ঐ সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হিরাপুর থানার পুলিশ খবর পেয়ে মারধরে অভিযুক্ত ঐ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় হয়।




ঘটনা নিয়ে জয়ন্ত বাগচি নামে ঐ সিভিক ভলেন্টিয়ার বলেন, ত্রিবেণী মোড় সংলগ্ন এলাকায় রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে। তাই রাস্তা এখানে ওয়ান ওয়ে করা হয়েছে। তাই এখানে যানজট হচ্ছে। এদিন সকালেও এরকম যানজট হয়। সেই সময় এক ব্যক্তি এসে যানজটের কারণে আমাকে কিছু কথা বলেন। আমি, তাকে বলি যে রাস্তা সারাইয়ের কাজ হওয়ার জন্য যানজট হয়েছে। কিন্তু তিনি আমাকে গালিগালাজ করেন এবং তিনি মারমুখী হয়। তারপর আমাকে আক্রমণ করেন ঐ ব্যক্তি। তবে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, ছেলে হাসপাতালে ভর্তি আছে। এখানে যানজট হওয়ার কারণে আটকে পড়ি। তখন সেখানে থাকা এক সিভিক ভলেন্টিয়ারকে সেই কথা বলি। আমি কিছু করিনি। প্রথমে সিভিক ভলেন্টিয়ার আমার উপরে হামলা করে।এই প্রসঙ্গে হিরাপুর থানার এক আধিকারিক বলেন, একটা ঘটনা ঘটেছিলো। ঐ ব্যক্তির সঙ্গে কথা বলে, মনে হয়েছে তার মানসিক অবস্থা ঠিক নেই। তাই থানায় কথা বলে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।