আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ডে শতাধিক মহিলাকে শাড়ি বিলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপূজোর আগে রবিবার মহালয়ার পুণ্য লগ্নে, আসানসোল পুরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসমাইল এলাকার দলীয় কার্যালয়ে দুঃস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হল। এই কর্মসূচির নাম ছিল “বসন পরো মা”।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও, ৮৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী রায়, টিএমসিপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়, ব্লক সভাপতি অনুপ মাঝি, আসানসোল পৌর নিগমের প্রাক্তন ওএস বীরেন অধিকারী সহ অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।




এই অনুষ্ঠানে শতাধিক মহিলাকে নতুন শাড়ি দেওয়া হয়।এই উপলক্ষে মন্ত্রী মলয় ঘটক বলেন, মহালয়ার এই পবিত্র দিনে ৮৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দুর্গাপূজোর আগে শতাধিক মহিলাকে শাড়ি দেওয়া হচ্ছে । তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন যে তৃণমূলের প্রতিটি কর্মীকে এভাবেই মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে।