ASANSOL

দুর্গাপূজোয় আসানসোল পুরনিগমের হেল্প ডেস্ক, এলাকায় ঘুরবে পাঁচটি ট্যাবলো, হেল্পলাইন ৯০৮৩২৫৪৮৪৮

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের তরফে প্রতিটি বড়৷ পুজো ও উৎসবের আগে ট্যাবলো বার করে পুর এলাকায় প্রচার চালায় । সেই রকম ভাবে দুর্গাপূজোর আগে আসানসোল পুরনিগম পাঁচটি ট্যাবলো করলো। বুধবার সকালে এক অনুষ্ঠানে আসানসোল পুরনিগমে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সবুজ পতাকা দেখিয়ে সেই পাঁচটি ট্যাবলোর সূচনা করেন।

এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, দুর্গাপূজোকে সামনে রেখে এদিন আসানসোল পুরনিগমের তরফে পাঁচটি ট্যাবলো বার করা হয়েছে। দুর্গাপূজোর মতো একটি বড় উৎসবে পুর কতৃপক্ষের উদ্দেশ্য আছে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, পুজোর সময় যেকোনো জরুরি পরিস্থিতিতে জনসাধারণকে স্বাভাবিক নাগরিক পরিষেবা প্রদান করা।

মেয়র পারিষদ বলেন, আসানসোল পুরনিগমের লক্ষ্য হল স্বাস্থ্যবিধি, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং জরুরি পরিষেবা সম্পর্কে সচেতন হওয়ার বার্তা ছড়িয়ে দেওয়া। এর মধ্যে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অডিও বার্তা এবং স্থানীয় শিল্পীদের গান। যার মাধ্যমে দেবী দুর্গার ভক্তিমূলক গান বাজানো হবে।অন্যদিকে, ডেপুটি মেয়র বলেন, বিগত বছরগুলোর মতে এবার দুর্গাপূজোর ছুটির জন্য আসানসোল পুরনিগমের তরফে আসানসোল হেড অফিসে এএমসি হেল্প ডেস্ক করা হয়েছে। সেখানে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বর হলো ৯০৮৩২৫৪৮৪৮। যা ২৪ ঘন্টা খোলা থাকবে। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমের যে কোন প্রান্ত থেকে এই নম্বরে ফোন করে সাহায্য চাইলে ও সমস্যার কথা বললে দ্রুত পদক্ষেপে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *