দুর্গাপূজোর আগে বার্নপুরে ব্যানার বিতর্ক
রাজনৈতিক টানাপোড়েন, শাসক নেতার আক্রমণ
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপূজোর আগে ব্যানার টাঙানো নিয়ে বিতর্ক তৈরি হলো ইস্পাত নগরী বার্নপুরে। যা নিয়ে শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসে ও বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন। বুধবার আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে এই ব্যানার প্রসঙ্গে আক্রমণ করেছেন আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কার্যকরী সদস্য অশোক রুদ্র। এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, বাঙালি বিরোধী, হিন্দু বিরোধী, বাংলা সংস্কৃতি ও দুর্গাপূজার বিরোধী আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।




প্রায় ৮০ বছরের পুরনো ঐতিহ্যশালী সুভাষপল্লীর “আমরা সবাই” ক্লাবের ব্যানার ঢেকে দিয়ে তিনি তার দলের রাজনৈতিক প্রচার করছেন।। এই ঘটনাটি ঘটেছে বার্নপুর বাসস্ট্যান্ডে। এই কাজে তাকে কয়েক দিন ধরে সক্রিয়ভাবে সহযোগিতা করে চলেছেন সেল আইএসপি বা ইস্কো কারখানার কিছু আধিকারিক। তিনি আরো বলেন, একই ঘটনা ঘটেছিলো বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন রেল ব্রিজের কাছে। সেখানে ১৪ সেপ্টেম্বর দলের তরফে বিভিন্ন উৎসবকে সামনে রেখে দলের তরফে হোর্ডিং লাগানো হয়েছিলো। পরে দেখা সেই হোর্ডিংয়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বিজেপি বিধায়কের হোর্ডিং লাগানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের তরফে বলা হয়েছে, এই ব্যাপারে তাদের কিছু জানা নেই।

আমি মঙ্গলবার গোটা বিষয়টি জানিয়ে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। তারপরেও বার্নপুর বাসস্ট্যান্ডে একই ঘটনা ঘটলো। বিজেপি বিধায়কের তরফে তৃনমুল কংগ্রেস নেতার অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেল আইএসপি কতৃপক্ষও কোন কিছু জানাতে চায়নি গোটা বিষয়টি নিয়ে। হিরাপুর থানার পুলিশ জানায়, একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।