তালা বন্ধ ঘরে চুরি সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র : তালা বন্ধ ঘরে ঘটলো চুরির ঘটনা।পুজোর মুখে চুরির প্রবণতা বাড়ায় আতঙ্ক তৈরি হয়েছে রূপনারায়ানপুর এলাকাতে । সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির শান্তশ্রী পল্লী এলাকাতে ।সালানপুর থানা রূপনারায়ানপুর এলাকায় একেরপর এক চুরির ঘটনা বেড়েই চলেছে ।প্রশাসনের ভূমিকায় তুলছে প্রশ্ন ।চুরি হয়েছে রূপনারায়ণপুর শান্তশ্রী পল্লী এলাকার বাসিন্দা প্রাক্তন ইসিএল কর্মী মানস কুমার লাহা নামকএক ব্যক্তির বাড়িতে ।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রি বেলা তিনি জানান বৃহস্পতিবার বিকেলে তালা বন্ধ করে সপরিবারে আত্মীয়র বাড়ি পানগর গিয়েছিলেন । ফিরে আসার কথা ছিল রাতের মধ্যে তাই সেরকম ভাবে বাড়িতে শোয়ার জন্যে কাওকে কিছু বলে যায়নি।।কিন্তু কোন কারণে বাড়ি ফিরতে না পারার কারনে সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ।তবে চোরের দল বাড়ির জানালা ভেঙ্গে সেই জানালা দিয়ে প্রবেশ করে ছাদের রুমে সবকিছু লুট করে নিয়ে যায় চোরেরা।বাড়িতে ঢুকে দেখেন আলমারি ভাঙ্গা ।

জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থাতে পড়ে রয়েছে ঘরের মধ্যে।নগদ কয়েক হাজার টাকা ও বেশ কিছু সোনার অলংকার চুরি গেছে বলে দাবি করেন মানস বাবু । সেই সাথে তিনি জানান নিচের তলায় দুটি রুমের আলমারিতেও তছনছ করে । ঘটনার খবর স্থানীয় পুলিশ ফাঁড়িতে দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে জানান রূপনারায়ণপুর ফাঁড়ির এক আধিকারিক । তবে এলাকাবাসীর অভিযোগ বারংবার এই এলাকাতে চুরির ঘটনা ঘটছে, যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে এও সত্যি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার জানানো হচ্ছে বাড়িতে কেউ খালি ছেড়ে না যাওয়ার জন্য কিন্তু পুলিশের কথা অপেক্ষা করে বাড়ি খালি রেখে চলে যাওয়াটাই হচ্ছে সাধারণ মানুষের কাল। অতএব এলাকার বাইরে কেউ যদি যায় বাড়িতে বিশ্বস্ত কাউকে অবশ্যই রেখে যাওয়া দরকার।