ইসিএলের এরিয়ার স্টোররুম থেকে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি চুরির ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : কড়া নিরাপত্তা বেষ্টনীর পরও ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার স্টোররুম থেকে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আর এবার এই বিষয়কে নিয়ে শ্রমিক সংগঠনগুলি এই চুরির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।



ঘটনা প্রসঙ্গে জানা যায় কুনুস্তোড়িয়া কোলিয়ারির স্টোররুম থেকে শুক্রবার রাতে লক্ষ লক্ষ টাকার মূল্যবান যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি হয়। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসলেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা স্টোররুমের সিলিং ভেঙে তার মধ্যে থাকা, দামি তামা ও পিতলের যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি করে। শ্রমিক ইউনিয়নগুলি এই বিষয় নিয়েই ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে, গুরুতর অবহেলার অভিযোগ তুলেছে, সংগঠনের নেতৃত্বদের দাবি যে স্টোররুম রয়েছে তার চারিপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও দীর্ঘদিন ধরেই তা অকেজ হয়ে রয়েছে এটা কি কারণে রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য উঠে আসেনি। এছাড়াও তাদের দাবি আগেও একই রকম ঘটনা বহুবার ঘটেছে, কিন্তু সেই স্টোররুমের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কোন উদ্যোগ গ্রহণ করেনি ইসিএল কর্তৃপক্ষ, এমনটা কেন হয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন।
এছাড়াও তাদের দাবি রাতে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে চুরি হয় তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। শ্রমিক সংগঠনের দাবি পুরো বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক, যার দাবিতে শ্রমিক সংগঠনগুলি ঐক্যবদ্ধও হয়েছে। অভিযোগ অব্যবস্থিত ব্যবস্থাপনা ও অবহেলার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে।
যদিও এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই বিষয়ে ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে আর অভ্যন্তরীণ বিষয়গুলিও খতিয়ে দেখতে তদন্তও শুরু করা হয়েছে। এখন দেখার সর্ষের মধ্যেই ভূত আছে কিনা।