নতুন বস্ত্র তুলে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন আইসিডিএস কর্মী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : কোন নেতা, মন্ত্রী নয়, সামান্য একজন আইসিডিএস কর্মিও যে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করতে পারে তা প্রত্যন্ত গ্রাম তিরাট অঞ্চলে গিয়ে লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায়। এবার দুর্গাপুজোর প্রাক্কালেই দেখা গেল বিগত বছরের ন্যায় এ বছরও নতুন বস্ত্র তুলে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন এক সহৃদয় মহিলা। আর এই উদ্যোগ গ্রহণ করেছেন আর কেউ না, গ্রামেরই গড়গড় ডাঙ্গা আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস কর্মী বকুল মন্ডলের । শুধু এই বছরই নয় বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর সময় কালে ছোট বাচ্চাদের মনে এই উৎসবের আনন্দ দিতে, উদ্যোগ গ্রহণ করেন নিজের প্রচেষ্টায়, এবারও তার ব্যতিক্রম লক্ষ্য করা গেল না।



তিনি এদিন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর ব্যানার্জীর উপস্থিতিতে, পঞ্চায়েত সদস্য সুশান্তি হাসদাকে সঙ্গে নিয়ে এই বস্ত্র বিতরণের কর্মকাণ্ড সংঘটিত করলেন। দুর্গাপুজোর সময়কালে সকলেই আশা করে থাকে নতুন নতুন পোশাকের, কিন্তু প্রত্যন্ত গ্রামে সেই নুতন পোশাক পাবে কি করে, অসহায় দিন আনা দিন খাওয়া পরিবারের ছোট্ট ছোট্ট সদস্যরা তা নিয়েই ভীষণ চিন্তায় থাকতো, ওই আইসিডিএস কর্মী এই বিষয়ে লক্ষ্য করে তার উপার্জনের অর্থ থেকে অল্প অল্প করে কিছু টাকা বাঁচিয়ে তা দিয়েই সে ছোটদের মন জয় করতে উদ্যোগ নেয়। দুর্গা পুজো বলে কথা,তাই সকলেই আনন্দ উৎসবে মাতবে, আর তাদের পাড়ার ওই ছোট সদস্যরা বঞ্চিত থাকবে, তা কেমন করে হয়, তাই কোন রকম কোন আড়ম্বর না করেই, নতুন পোশাক তুলে দিতে সচেষ্ট হয়েছেন ওই আইসিডিএস কর্মী।
সমাজের অন্য সকল সদস্যরা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সদস্যরাও এই বিষয় লক্ষ্য করে স্বভাবতই খুশি, তারা এই বিশেষ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। জানা গেছে ছোট বাচ্চাদের মধ্যেই শুধু বস্ত্র বিলি করে তিনি ক্ষান্ত হননি, অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনের হাতেও তিনি তুলে দিয়েছেন নতুন বস্ত্র। এ নিয়ে ঠিক সকলের কি মন্তব্য এটাই জেনে নেব আমরা।