দশমীর সন্ধ্যায় আসানসোল শহরে বেরোলো মহাবীর আখড়া, ছেলেদের পাশাপাশি মেয়েরাও মাতলো লাঠি খেলায়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপূজোর পরে বিজয়া দশমীর দিন মহাবীর আখড়া বেরোনোর একটা পুরনো ঐতিহ্য রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল শহরে মহাবীর আখড়া বেরোয়। তাতে মহাবীর আখড়া কমিটির সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও বেশ কয়েকটি পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা সহকারে বেরিয়েছিলো। মহাবীর আখড়া ও প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা আসানসোল শহরের বিভিন্ন এলাকা থেকে এসে জিটি রোডে পৌঁছায়। অনেক রাত পর্যন্ত চলে নিরঞ্জনের পালা। প্রচুর সংখ্যায় সাধারণ মানুষও তা দেখতে উপস্থিত ছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছিল। প্রশাসন যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত ছিল। হটন রোড, জিটি রোড সহ বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছিলো।



নিরাপত্তার জন্য পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন থানার পুলিশ, কমব্যাট ফোর্স, রেফ ও সিভিক ভলেন্টিয়ারদের নামানো হয়। আখড়ায় অংশগ্রহণকারী ছেলেদের পাশাপাশি মেয়েরাও লাঠি খেলার সঙ্গে অন্যান্য কলাকৌশল দেখান। জিটি রোডে একাধিক ক্যাম্প করা হয়েছিলো। যেখানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, শুক্রবার একাদশীর সন্ধ্যায় আসানসোল শহরে অনেক পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের জন্য বেরোয়।