রানীগঞ্জের বক্তানগরে প্রথমবার রাবণ দহন দেখতে ভক্তদের ঢল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জ অঞ্চলে এই প্রথমবার ভারতের অন্য সব অংশের মতো বড় শহরগুলির সাথেই এবার বক্তানগর এলাকায় ৫০০ বছরেরও প্রাচীন দুর্গা পুজো কে কেন্দ্র করে ভক্তের ঢল লক্ষ্য করা গেছে পুজোর চারটে দিন তবে বারোয়ারি কোন পুজো বা সার্বজনীন এই নয় বলে দিয়ে আনার ঘরোয়া পুজোতেই এবার নজর কেড়েছে দর্শকদের। বক্তা নগরের খাঁ পরিবারের এই পুজোয় প্রতিদিন ভক্তিমূলক অনুষ্ঠান যেমন দুর্গা পুজোকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে, তেমনি প্রত্যেকদিন রামলীলা থেকে শুরু করে গঙ্গা পুজো গঙ্গা আরতি সহ একাধিক পুজোর কর্মকাণ্ড এই পুজোকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে।



আর এসব থেকে সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দশমীর দিনের রাম লীলার নাট্যদলের মাধ্যমে রাবণ দহন। প্রথমবারের এই রাবণ দহন দেখতে এবার হাজারো হাজার ভক্ত ভিড় জমিয়েছে বক্তা নগরের ফুটবল ময়দানে বিশাল আকৃতির এই রাবণ দহনে বাজি দেখতে জমে গিয়েছে ময়দান মঞ্চ।