জলের দাবিতে রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : সরকারি কলে পাঁচ ছ’দিন জল আসছে খান্দরা গ্রামের বাগদি পাড়া, বাউরি পাড়া, রুইদাস পাড়া, ভক্ত পাড়া, প্রেস পাড়া এলাকায় । পূজোর সময় থেকে অমিল জল, বিষয়টি নিয়ে ক্ষোভ জমছিল বাসিন্দাদের মধ্যে । সমস্যার সমাধানের দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই পাড়ার বাসিন্দাদের একাংশ । সকাল সাড়ে ৯ টা নাগাদ অন্ডাল উখড়া রোডের প্রেস পাড়ার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুরুষ মহিলারা । বিক্ষোভকারী রঞ্জিত রুইদাস অলকা রুইদাস রা বলেন গ্রামের অন্যান্য অংশে কলে জল এলেও তাদের পাড়াতে পাঁচ ছ’দিন ধরে জল আসছে না ।



দুর্গা পুজোর সময় বাড়িতে আত্মীয়-স্বজন রয়েছে কলে জল না আসায় সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে । অন্য এক বিক্ষোভকারী বলেন পর্যাপ্ত জল তারা কখনোই পান না । যেদিন জল আসে ১৫-২০ মিনিট পড়ার পর জল বন্ধ হয়ে যায় । প্রতিদিন অন্তত এক ঘন্টা জল সরবরাহ করার দাবী জানান তিনি । রাস্তা অবরোধের ফলে এলাকায় তৈরি হয় যানজট । খবর পেয়ে ঘটনা স্থলে আসে অন্ডাল থানার উখড়া আউটপোস্টের পুলিশ ।
বিক্ষোভকারীদের সাথে কথা বলেন খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশীষ ভট্টাচার্য । পুলিশ ও উপ প্রধানের মধ্যস্থতায় ১৫-২০ মিনিট পর অবরোধ তুলে নেয় বাসিন্দারা । উপপ্রধান আশীষ ভট্টাচার্য বলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনে কয়েক দিন ধরে পর্যাপ্ত পরিমাণ জল না আসার ফলেই এই সমস্যা । সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে । দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানান তিনি ।