আসানসোলে “দুর্গাপুজোর কার্নিভাল ২০২৫” শুরু হতেই বৃষ্টি, অংশগ্রহনে ১৫ টি পুজো কমিটি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরে শনিবার হয় ” দুর্গাপূজোর কার্নিভাল ২০২৫ “। এদিন দুপুর দুটোর পরে দুর্গাপুরে শুরু হয় ” দুর্গাপূজোর কার্নিভাল। তার ঠিক দুঘণ্টা পরে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হয় ” দুর্গাপুজোর কার্নিভাল “। ২০২৪ র মতো আসানসোলের বার্নপুর রোডে ভগৎ সিং মোড় সংলগ্ন পুলিশ লাইনের সামনে এই কার্নিভাল আয়োজন করা হয়েছে। প্রথমে মুল মঞ্চের সামনে অন্য একটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় দুর্গাপূজোর কার্নিভাল। গায়িকা শ্রীরাধা বন্দোপাধ্যায়ের দুটি গান গাওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই বছরের দুর্গাপূজোর কার্নিভাল। তার গাওয়া দুটি গানের মধ্যে একটি গান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। মুল মঞ্চে প্রদীপ জ্বালিয়ে এই বছরের দুর্গাপূজোর কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।



অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এডিএম সঞ্জয় পাল, শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এবার কার্নিভালে ১৫ টি পুজো কমিটি যোগ দেয়। গতবছর যোগ দিয়েছিল ১২ টি পুজো কমিটি।

এবারের কার্নিভালে প্রথম পুজো হিসেবে শোভাযাত্রায় অংশ নেয় বার্নপুরের নওজোয়ান ক্লাব। তারপরে একে একে আসে সৃষ্টিনগর পুজো কমিটি, উষাগ্রাম অনামিকা সংঘ, রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব, কল্যানপুর সার্বজনীন দুর্গাপূজো কমিটি, আমরা কজন আপার চেলিডাঙ্গা, কোর্ট রোড পুজো কমিটি, আসানসোল রবীন্দ্র নগর উন্নয়ন সমিতি, কল্যানপুর কে সেক্টর দুর্গাপূজো কমিটি, আপকার গার্ডেন দুর্গাপূজো কমিটি, অগ্রণী সংঘ , গোপালপুর ইউনাইটেড ক্লাব, এ ব্লক সার্বজনীন দুর্গাপূজো কমিটি সেনরেলে আমরা কজন ক্লাব, সাতগ্রাম চন্ডী স্পোর্টিং ক্লাব পুজো কমিটি ও গান্ধীনগর দুর্গাপূজো কমিটি।

কিন্তু দুর্গাপূজোর কার্নিভালের শুরু হতেই ঝেঁপে আসে বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেক দর্শক শেডের তলায় চলে যান। বাকিরা ছাতা মাথায় নিয়ে চেয়ারে বসে বৃষ্টির মধ্যে শোভাযাত্রা উপভোগ করেন। বৃষ্টির কারণে সেই সময়ে শোভাযাত্রায় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। তবে, শোভাযাত্রায় কোন বিঘ্ন ঘটেনি। বৃষ্টি মাথায় করেই তিনটি পুজো কমিটির সদস্য ও সদস্যরা মুল মঞ্চের সামনে শোভাযাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। আধঘন্টা পরে বৃষ্টি থেমে যেতে, কার্নিভালের শোভাযাত্রা নিজের ছন্দে ফিরে আসে
। তবে, কার্নিভালের শুরুতেই কভারেজ করতে গিয়ে সমস্যা ও পুলিশের বাধার সম্মুখীন হতে হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের। সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য উপযুক্ত কোন জায়গা ছিলো না, যেখান থেকে সাংবাদিকরা কার্নিভাল সঠিকভাবে কভারেজ করতে পারেন। যা নিয়ে, পুলিশ আধিকারিকদের সঙ্গে সাংবাদিকদের বাদানুবাদও হয়। গোটা বিষয়টি থেকে একটা জিনিস পরিষ্কার হয় যে, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে কার্নিভালে আয়োজনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোন সমন্বয় নেই। এবার কার্নিভালে অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিতি ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তাকে সম্বর্ধনা দেন মন্ত্রী মলয় ঘটক।
বিচারক হিসেবে এবারের কার্নিভালে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ সহ তিনজন।এবারের কার্নিভালে যোগ দেওয়া পুজো কমিটি গুলির মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ২ লক্ষ, দ্বিতীয় স্থানাধীকারীকে ১.৫ লক্ষ এবং তৃতীয় স্থানাধীকারীকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে । এছাড়াও কার্নিভালে যোগ দেওয়া বাকি পুজো কমিটিগুলিকে আর্থিক পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আসানসোল ও দুর্গাপুরে দুর্গাপূজা বিসর্জনের কার্নিভাল শুরু হয়েছে।