দুর্গাপুরে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে উত্তেজনা, সিসিটিভির ফুটেজ ভাইরাল, অভিযোগ, পাল্টা অভিযোগ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় দুর্গাপুরের কমলপুর প্লটে একটি আইসক্রিমের দোকানে হামলার অভিযোগ উঠলো। সেই হামলার সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছায়। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।



আইসক্রিম দোকানের মালিকের অভিযোগ, শনিবার রাতে কমলপুর প্লটের একটি দূর্গা মন্দিরের দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছিলো। সেই সময় আচমকাই সেই শোভাযাত্রায় থাকা একদল যুবক তার দোকানের সামনে আতশবাজি ফাটাতে থাকে। সেই সময় দোকানে থাকা ক্রেতাদের সমস্যা হয়। তাই তিনি আতশবাজি ফাটানোর প্রতিবাদ করেন। অভিযোগ তারপরেই দোকানের মালিক সহ কর্মচারীদের উপরে হামলা চালানো হয়। করা হয় মারধর। দোকান মালিকের আরো অভিযোগ, দোকান খোলার পর থেকে আমার উপরে প্রতিহিংসা ছিলো এই পুজো কমিটির সদস্যদের। তার মনে হয় ইচ্ছে করেই শনিবার রাতে প্রতিমা নিরঞ্জনের সময় এই ঘটনা ইচ্ছে করে ঘটানো হয়েছে।
যদিও মন্দির কমিটির সদস্যের অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের সময় আতশবাজি ফাটানো হয়েছিল। তখন দোকান মালিক আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমাদের ছেলেরা প্রতিবাদ করে। যদিও দুই পক্ষ আলোচনায় বসে গোটা ঘটনার মীমাংসা করে নেওয়া হবে বলে দাবি মন্দির কমিটির।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।