আসানসোলে ” দুর্গাপূজোর কার্নিভাল ২০২৫ ” : প্রথম কোর্ট রোড, দ্বিতীয় রবীন্দ্র নগর, যৌথভাবে তৃতীয় আমরা ক’জন ও নওজোয়ান ক্লাব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলে ” দুর্গাপূজোর কার্নিভাল ২০২৫ ” শেষে শনিবার রাতে এক অনুষ্ঠানে সেরা পুজো কমিটিগুলিকে পুরষ্কার দেওয়া। এবছরের কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলোর মধ্যে প্রথম হয়েছে কোর্ট রোড পুজো কমিটি। হেলথওয়ার্ল্ড হাসপাতালের তরফে কোর্ট রোড পূজা কমিটি প্রথম পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। রবীন্দ্র নগর উন্নয়ন কমিটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই কমিটিকে একটি ট্রফি ও ১.৫০ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হয়েছে। অন্যদিকে, বার্নপুর নওজোয়ান ক্লাব দুর্গা পূজো কমিটি এবং আসানসোল চেলিডাঙ্গার আমরা ক’জন ক্লাব যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। তাদেরকে একটি ট্রফি এবং ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য সমস্ত পুজো কমিটিগুলোকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।



প্রথম স্থানাধিকারী পুজো কমিটিকে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক পুরস্কার দেন। কোর্ট রোডের পক্ষ থেকে নরেশ আগরওয়াল, সুরজিৎ সিং মাক্কার এবং অন্য সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। বাকি পুরষ্কারগুলি দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরেে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় ডিরেক্টর ইনচার্জ বা ডিআইসি সুরজিৎ মিশ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ-সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া, আসানসোল রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সৌম্যমানন্দজি মহারাজ , আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত প্রমুখেরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি বিজয় শর্মা, আশীষ প্যাটেল, মুকেশ ঝাঁ, ভানু বসু । আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল এবছরের কার্নিভাল আয়োজনে ছিলেন ।