দুর্গাপুরে যাত্রী বোঝাই বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, আহত ৩০
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্তঃরাজ্য যাত্রিবোঝাই বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটলো। এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও যাত্রী সহ মোট ৩০ জন আহত হয়েছেন। পিকআপ ভ্যানের চালক ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে আন্তঃরাজ্য একটি বাস যাত্রী নিয়ে ঝাড়খণ্ডের দেওঘর থেকে পানাগড়ের দিকে যাচ্ছিলো।



অন্য দিকে, ঐ একই সময়ে একটি পিকআপ ভ্যান পানাগড়ের দিক থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল। দুর্গাপুরের কাঁকসা থানার ২ নম্বর কলোনি এলাকায় পিকআপ ভ্যানটি একটি গাড়িকে ওভারটেক করে। ঠিক সেই সময়ে উল্টোদিক থেকে বাসটি চলে আসে। তাতে পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটিতে ধাক্কা মারে। সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। তার মধ্যেই পিকআপ ভ্যানের চালকের কেবিনে চালক আটকে পড়েন। জানা গেছে, বেশ কিছুক্ষণ তিনি কেবিনের মধ্যে আটকে ছিলেন।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এলাকায় আসে। এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ ক্রেন ও কাটার দিয়ে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যানের চালকের কেবিনের ভেতর থেকে চালককে উদ্ধার করে। চালক আহত হওয়ায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একইসঙ্গে, আহত ৩০ জন বাসযাত্রীকেও পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে আহতদেরকে স্বাস্থ্যকেন্দ্র থেকে পরে ছেড়ে দেওয়া হয়। আহত পিকআপ ভ্যানের চালক ও এক বাস যাত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে, এই দুর্ঘটনার জেরে ঐ রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুটি গাড়িকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপরে ঐ রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়।