পানাগড়ে ব্যবসায়ীর বাড়িতে গোয়েন্দা বিভাগের হানা, উদ্ধার ১.৫০ লক্ষ টাকা
বেঙ্গল মিরর, কাঁকসা, রাজা বন্দোপাধ্যায়ঃ* ব্যবসায়িকে রাস্তায় আটকে তার কাছ থেকে ৪০ লক্ষ ১০ হাজার টাকা ও ৩ টি মোবাইল ডাকাতির ঘটনায় উদ্ধার হলো ১ লক্ষ ৫০ হাজার টাকা। রবিবার গভীর রাতে আসানসোল দুর্গাপুর পুলিশের কাঁকসা থানার পুলিশকে সাথে নিয়ে পানাগড়ের রণডিহা মোড়ের কাছে লোকেশ কক্কর নামেএক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আসানোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ( ডিডি বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট)। এই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। যদিও মধ্যে রাতে ব্যবসায়ীর বাড়িতে পুলিশের এই হানার বিষয়ে প্রতিবেশীরা কেউ কিছুই জানেন না বলেই জানা গেছে।



পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর গুজরাটের বাসিন্দা ব্যবসায়ী প্যাটেল হরসদকে ৩টি গাড়িতে করে আসা কয়েকজন তার গাড়ি আটকায়। তার কাছ থেকে সবকিছু ডাকাতি করা হয়েছে বলে কাঁকসা থানায় অভিযোগ জানান ঐ ব্যবসায়ী। প্রথমে বাঁশকোপা টোলপ্লাজায় তাকে আটকানোর চেষ্টা করা হয় । সেখান থেকে আবারও তাকে প্রায় ৬ কিলোমিটার দূরে আটকানোর চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত গলসীর কাছে তাকে আটকে সমস্ত কিছু ডাকাতি করা হয়। পরে এ ব্যবসায়ী কাঁকসা থানায় ৩টি গাড়ির নম্বর সহ সমস্ত বিষয়টি জানান। গুরুত্ব বুঝে এই ঘটনার তদন্তভার নেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এরপরেই একের পর এক গ্রেফতার শুরু হয়।
জানা গেছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই পানাগড়ের বাসিন্দা বলে জানা গেছে। তার মধ্যেই রণডিহা মোড়ের বাসিন্দা লোকেশ কক্করকে জিজ্ঞাসাবাদ করে রবিবার গভীর রাতে তার বাড়িতে হানা দিয়ে ১লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বাকি টাকা উদ্ধারের চেষ্টায় তদন্ত চালাচ্ছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বলে জানা গেছে।