আসানসোল গ্রামের বিবেকানন্দ সমিতিতে ৪২ বছরের লক্ষী পুজোর দায়িত্বে এখন মহিলারা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ তিনদিন ধরে মা লক্ষীর আরাধনা করা হয় আসানসোল গ্রাম বিবেকানন্দ সমিতিতে। এবারের বিবেকানন্দ সমিতির লক্ষী পুজো ৪২ বছরে পড়লো। গত ১০ বছর ধরে মহিলা সদস্যারা এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। পুরুষেরা তাদের পাশে থাকেন।
সোমবার সন্ধ্যায় পুজো শুরুর আগে বিবেকানন্দ সমিতিতে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।



এই পুজো প্রসঙ্গে সম্পাদক গৌতম রায় বলেন, এবারের বিবেকানন্দ সমিতির পুজো ৪২ বছরে পড়লো। গত ১০ বছর ধরে মহিলারা এই পুজো করে আসছেন। আমরা তাদের পাশে থাকি। তিনদিন ধরে পুজো হয়। বুধবার পুজো উপলক্ষে ২ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ছিলেন সভাপতি অশোক রায়, সদস্য রাজীব রায়, রাজু রায়, মন্টু রায়, কুন্তল রায়, সোমনাথ রায়, বুদ্ধদেব রায় ও সোমেশ্বর রায়।
আসানসোল গ্রামের এই পুজোয় গোটা এলাকার মানুষদের যোগদান থাকে।