মুখ্যমন্ত্রীর নির্দেশে মাইথনে ডিভিসির দপ্তরে তৃণমূলের বিক্ষোভ অবস্থান
চেয়ারম্যানকে ৬ দফা দাবির স্মারকলিপি
বেঙ্গল মিরর, মাইথন, রাজা বন্দোপাধ্যায়ঃ* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির বিরুদ্ধে রাজ্য সরকারকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার অভিযোগ করেছেন। এর ফলে পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবার দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ার পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একই অভিযোগ করেছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। সেখান থেকেও তিনি জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমন করেছেন।



মুখ্যমন্ত্রীর মতো এবার মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া নিয়ে মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের মাইথনে ডিভিসির সদর দপ্তরে দলের বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।এদিন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়খণ্ড তৃনমুল কংগ্রেসের ডাকে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে একটি বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিলো। এই বিক্ষোভ কর্মসূচির আগে একটি মিছিল করা হয়। কল্যানেশ্বরী থেকে প্রায় ৪ কিলোমিটার হয় এই মিছিল।
সেই মিছিলে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ বিপুল সংখ্যায় দলের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভের পরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে বারবার জল ছেড়ে দিচ্ছে। যার ফলে বাংলার বিরাট একটা অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এর বিরোধিতা করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলাকে হয়রানি করে চলেছে। এই কারণেই আজ এই প্রতিবাদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে ৬ দফার একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে আবার জল ছেড়ে দেয়, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই ধরণের একনায়কতন্ত্র সহ্য করা হবে না। এদিকে, স্মারকলিপি দেওয়ার পরে মলয় ঘটক জানিয়েছেন, আমরা ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর ( সিভিল) সুমন প্রসাদ সিংয়ের সঙ্গে কথা বলেছি। তাকে স্মারক লিপি দিয়েছি। তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে, ৪০ বছর ধরে পলি তোলা হচ্ছে না। আমরা এই ব্যাপারে তার কাছে ক্ষোভ প্রকাশ করেছি। জল ছাড়ার ব্যাপারে তিনি বলেন, নিয়ম মেনে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার আগে ওয়াটস এ্যাপে তা সবাইকে জানানো হয়। আর ডিভিসি জল ছাড়ে না। জল ছাড়ার অনুমতি দেয় ডিভিআরআরসি।
এই প্রসঙ্গে মলয় ঘটক বলেন, আমরা তাকে বলেছি, এইভাবে জল ছাড়া যাবে না। রাজ্য সরকারের সঙ্গে জল ছাড়ার আগে আলোচনা করতে হবে। মন্ত্রী আরো বলেন, আমরা এরপরে পাঞ্চেতে যাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো তা করা হবে। অন্যদিকে, ডিভিআরআরসি সূত্রে মঙ্গলবার সকালে জানা গেছে, এদিন ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে৷ পাঞ্চেত থেকে ২৩ ও মাইথন থেকে ১২ হাজার কিউসেক। চারদিন আগে ঝাড়খণ্ড ও বিহারে লাগাতার বৃষ্টি হওয়ায় এই দুই জলাধার থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিলো। যা পরে কমিয়ে ৫৫ হাজার কিউসেক করা হয়েছিলে। সোমবার সন্ধ্যার পরে তা কমিয়ে করা হয়েছিলো ৪৫ হাজার। ডিভিআরআরসি সূত্রে আরো জানা গেছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।