আসানসোল জেলা হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো ৬ দিন পর
বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল জেলা হাসপাতাল থেকে গত ৪ অক্টোবর নিখোঁজ হওয়া রোগীকে শুক্রবার সকালে পাওয়া গেল রানিগঞ্জের কাশিডাঙার কালি মন্দির সংলগ্ন এলাকায়। নিখোঁজ রোগীর নাম সমর মূর্মু। নিখোঁজ হয়ে যাওয়ার ৬ দিন পরে তার সন্ধান মিললো।এদিন সকালে সমর মূর্মুকে দেখে চিনতে পারেন কাশিডাঙ্গা এলাকার কয়েকজন যুবক। সঙ্গে গোটা এলাকার বাসিন্দারা নিখোঁজ রোগীর বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি রানিগঞ্জ থানায় বিষয়টি জানান।



রানিগঞ্জ থানার পুলিশ ও নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনেরা সেখানে আসেন। ঐ ব্যাক্তিকে রানিগঞ্জ থানার পুলিশ থানায় নিয়ে আসে। সেখানেই ঐ ব্যাক্তির পরিচয় পত্র দেখে তাকে পরিবারের হাতে তুলে দেয় রানিগঞ্জ থানার পুলিশ। তাকে পেয়ে খুশি পরিবারের লোকজনেরা।প্রসঙ্গতঃ, গত ৩ অক্টোবর শুক্রবার আসানসোলের জামুড়িয়ার চিঁচুড়িয়া ডাঙালপাড়ার বাসিন্দা সমর মুর্মুকে বমি ও পায়খানার উপসর্গ নিয়ে তার পরিবারের লোকজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
তার সঙ্গে এক আত্মীয় হাসপাতালে ছিলেন। তার পরের দিন অর্থাৎ শনিবার তার সঙ্গে থাকা আত্মীয় দুপুরে খাবার খেতে ওয়ার্ডের বাইরে আসেন। এরপর বিকেলে হাসপাতালে গিয়ে বাড়ির লোকজনেরা সমরকে হাসপাতালের বেডে দেখতে পাননা।এরপরে হাসপাতালে নার্স ও ডাক্তারদেরকে সমরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা কোনো উত্তর দিতে পারেননি বলে অভিযোগ করে পরিবারের লোকজনদের । হাসপাতাল চত্বর ও তার আশপাশে খোঁজাখুঁজি করেন তারা। তাকে না পেয়ে ঐ দিন রাতে আসানসোল দক্ষিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবারের লোকজনেরা। জেলা হাসপাতালের তরফেও রোগীর নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে আলাদা করে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো।