অবসরকালীন অর্থ না পাওয়ায় ঢুলিতে ধর্নায় বসলেন অবসরপ্রাপ্ত খনি শ্রমিক
বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, অন্ডাল : অবসরের পর মিলেনি প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা । অবিলম্বে অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার ঢুলিতে ধর্নায় বসেন ওই শ্রমিক । ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির ঘটনা ।লালমোহন রায়, খনি সংস্থা ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে কাজ করতেন । চলতি বছর মার্চ মাসে তিনি অবসর গ্রহণ করেন । অবসরের পর ৬ মাস পেরিয়ে গেলেও এখনও তিনি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সহ অন্যান্য আর্থিক সুবিধা পাননি বলে অভিযোগ । দ্রুত অবসরকালীন সমস্ত অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে সপরিবারে লালমোহন বাবু বসে পড়েন কোলিয়ারির ঢুলির উপর । যার ফলে বন্ধ হয়ে যায় কোলিয়ারির ভূগর্ভে শ্রমিকদের উঠানামা ও উৎপাদনের কাজ ।



লালমোহন বাবু জানান অবসরের পরে এখনো তিনি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা পাননি । বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে গেলেও হয়নি কোন সুরাহা । ঘুষ দিলে দ্রুত টাকা পাওয়া যাবে বলে উল্টে আধিকারিকেরা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।
লালমোহন বাবুর পাশে দাঁড়ান তার সহকর্মীরা । তারা বলেন একটা শ্রমিক সারা জীবন কাজ করার পর তার সাথে এরূপ আচরণ ঠিক নয় । দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান তারাও । কর্তৃপক্ষের আশ্বাসে কয়েক ঘণ্টা পর রামমোহন বাবু ধর্না প্রত্যাহার করে নেন । কোলিয়ারীর আধিকারিক সূত্রে জানা গেছে অবসর গ্রহণের পর লালমোহন বাবু এখনো কোয়াটার হ্যান্ডওভার করেনি । সেই সাথে প্রফিডেন্ট ফান্ড একাউন্টে কিছু ভুল থাকায় অবসরকালীন টাকা আটকে রয়েছে । ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেন ওই আধিকারিক ।