আসানসোলে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বিজয়া সম্মেলন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শনিবার আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের পাশাপাশি পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সংগঠনের সভাপতি গান্ধী প্রসাদ নুনিয়া, সম্পাদক রাজীব মুখোপাধ্যায় ছাড়াও সংগঠনের সদস্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।



এই সময় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সব অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়। সাংবাদিকদের গান্ধী প্রসাদ নোনিয়া বলেন, দেবী দুর্গার পূজোর শেষদিন বিজয়াদশমী হয়। এই দিনটি এমন একটি দিন যখন খারাপকে দূরে সরিয়ে দিয়ে ভালোর জয় হয়। শিক্ষকেরাও সেই একই কাজ করেন। তারা পড়ুয়াদের মন থেকে খারাপ দূর করে সেখানে ভালো প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এটা একজন প্রকৃত শিক্ষকের কাজ।
এদিনের এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত সব অতিথি জোর দিয়ে বলেন যে, এখানে উপস্থিত সকলেই রাজনৈতিক দলের সদস্য হলেও, তারা একজন শিক্ষক। সেই দিক থেকে শিক্ষক হিসেবে সমাজের প্রতি তাদের দায়িত্ব পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে হবে। যাতে তাদের হাতে তৈরি পড়ুয়ারা আগামী দিনে একটি নতুন সমাজ ও জাতি গঠন করতে পারে।