ইস্পাত নগরীতে চাঞ্চল্য, আবাসনের ছাদের এ্যাসবেস্টার ভেঙে দুঃসাহসিক চুরি, হাতেনাতে পাকড়াও ১
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দিনেদুপুরে দুর্গাপুর ইস্পাত নগরী দুর্গাপুরের অশোক এ্যাভিনিউর ৩/৩০ নম্বর আবাসনের ছাদের এ্যাসবেস্টার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ আসে। জানা গেছে , দুর্গাপুরের অশোক এ্যাভিনিউয়ের ৩/৩০ নম্বরের আবাসনের মালিক জয়ন্ত মল্লিক পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে হুগলিতে এক অনুষ্ঠানে যোগ দিতে যান। এরপর দুপুর একটা থেকে দেড়টা নাগাদ ঐ আবাসনের উল্টোদিকের আবাসনের ঝুমা মন্ডল নামে এক মহিলা লক্ষ্য করেন তালা বন্ধ আবাসনে ছাদে দুই যুবক ঘোরাঘুরি করছে। সেই সময় তিনি ভেবেছিলেন হয়তো ছাদের নোংরা পরিষ্কার করার জন্য ঐ আবাসনের বাসিন্দারা কাউকে কাজে লাগিয়ে গেছেন।



এরপর ঐ মহিলা বিকেল সাড়ে চারটে নাগাদ যোগা করতে যাওয়ার সময় বাড়ি থেকে লক্ষ্য করেন ঐ বন্ধ আবাসনের একটা ঘরের এ্যাসবেস্টার ভাঙ্গা অবস্থায় রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বাইরে থাকা ঐ আবাসনের বাসিন্দাকে ফোন করে গোটা বিষয়টি বলেন। এরপর খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। থানা থেকে পুলিশ আসে। ঐ আবাসনের এ্যাসবেস্টারের ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে পুলিশ ঢোকে। দেখা যায়, এক যুবক ঘরের ভেতরে রয়েছে। ঘরের মধ্যে যত্রতত্র ছড়িয়ে রয়েছে জামা কাপড় থেকে অন্যান্য সামগ্রী। এমনকি ঠাকুর ঘরের সমস্ত কিছু জিনিস ছড়িয়ে পড়ে আছে। ভাঙা হয়েছে দুটি আলমারি, খাট ও একটি শোকেস। এরপর পুলিশ হাতেনাতে ঐ যুবককে ধরতে গেলে যুবক আচমকায় ঘরে টিউবলাইট ভেঙে ঘর অন্ধকার করে দেয়। তারপর সে নিজেকে ঘরের মধ্যে বন্দী করে রাখার চেষ্টা করে।
অনেক চেষ্টার পরে পুলিশ ঐ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাড়ির মালিকের শ্যালক বিভাষ দত্ত বলেন, খবর পেয়ে আমি এসেছি। জামাইবাবুরা বাইরে গেছেন। তার মধ্যে এই ঘটনা। দিনে দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরী আবাসনে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও কি কি সামগ্রী চুরি হয়েছে তা এখনো জানা যায়নি । বাড়ির মালিক রওনা দিয়েছেন দুর্গাপুরের উদ্দেশ্যে বলে জানা গেছে।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির মালিক বাইরে গেছিলেন। তিনি এলে জানা গেছে, কি কি চুরি হয়েছে। ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে কে বা কারা রয়েছে।