দুদিন ধরে নিখোঁজ থাকা এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হল জঙ্গল থেকে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দুদিন ধরে নিখোঁজ থাকা এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সালানপুর থানার কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের কাকুরকুন্দা এলাকায় । জানা গিয়েছে, মৃত যুবতীর নাম অলকা কিসকু, (২৩ )জিতপুর উত্তারামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছিলেন তিনি ।ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত এর জন্যে পাঠানো হয়।



ঘটনা সম্পর্কে জানা যায় যে শনিবার সকালে কাকুরকুন্দা গ্রামের কোন এক যুবক প্রাতঃকর্ম করতে গিয়ে ওই যুবতীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । এর পরেই সে গ্রামে গিয়ে খবর দেয় এবং খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে।খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।।
এ বিষয়ে মৃত যুবতীর পরিবারের দাদা জানিয়েছেন তিনদিন আগে রামপুর গোসাইপাড়ার নিজের বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তার বোন।তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল ।তবে আজ শনিবার সকালে খবর পায় যে কাকর কোনা গ্রামের পাশের একটি জঙ্গলে পলাশ গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে সেই খবর পেয়েই তারা ছুটে আসে এবং যুবতীর মৃতদেহ সনাক্ত করে জানতে পারে ওই যুবতী তাদের বাড়ির মেয়ে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে ।।