দুর্গাপুরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। তিনি পেশায় গৃহশিক্ষক। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার সন্ধ্যায় রোমহষর্ক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ধোবি ঘাট এলাকায়। শুক্রবার সন্ধ্যার ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হয় কাটারি বা ধারালো কোন অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ঐ বাড়ির গৃহকর্ত্রীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতর নাম দুর্গা দাস কর পেশায় গৃহশিক্ষক। খুন হওয়া মহিলার নাম মুকুল কর।



ধোবিঘাট এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঐ মহিলাকে সব সময় হাসিমুখে দেখা যেতো। কিন্তু এদিন সন্ধ্যা নামতেই বদলে যায় এলাকার ছবিটা। হঠাৎ পুলিশ আসে এলাকায়। ভিড় জমে এলাকায়। তখনই জানা যায়, নিজের স্ত্রী মুকুল করকে খুন করেছেন দুর্গা দাস কর। পরে নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে সে। পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।কি কারনে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতকে জেরা করছে পুলিশ।