বার্নপুরে আসানসোল দক্ষিণ ব্লক ( শহর) তৃনমুল কংগ্রেসের বিজয়া সম্মেলন
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ ব্লক ( শহর) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সকালে বার্নপুরের সম্প্রীতি হলে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, শহর সভাপতি পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপু, অশোক রুদ্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্ত্রী সহ অন্যান্য নেতারা বিজয়া দশমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। এদিনের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা দলে কর্মীদের আগামী বছরে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং ৭৫টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জনগণকে সঠিকভাবে অবহিত করা প্রয়োজন। যাতে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত না করতে পারে।