আসানসোলে বিজেপির থানা ঘেরাও, জিটি রোড অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের প্রতিবাদে রবিবার আসানসোলে রাস্তায় নামলো। এদিন সকালে আসানসোল শহরের জিটি রোডে বিজেপির নেতা ও কর্মীরা একটি মিছিল করেন । এরপরে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে নেতা ও কর্মীরা আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করেন। তারা থানার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষো দেখান তারা। বিজেপি নেতা ও কর্মীরা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে মিছিল করেন।



বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা, নারী সুরক্ষা এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা, ডাক্তারি পড়ুয়ার জন্য ন্যায়বিচার” এবং “অপরাধীদের ফাঁসি” দেওয়ার পক্ষে স্লোগান দেন। থানায় একটি স্মারক লিপি দেওয়া হয়।এই প্রসঙ্গে, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এখন বাংলায় কেউ সুরক্ষিত নন। বিশেষ করে মহিলারা। অথচ পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অন্যদের মধ্যে শিব প্রসাদ বর্মণ, ওম নারায়ণ প্রসাদ, প্রদীপ সিং, সৌম্য দোলুই, সুদীপ চৌধুরী উপস্থিত ছিলেন।