রানিগঞ্জ মাস্টার প্ল্যান নিয়ে মন্ত্রী ও জেলাশাসকের উপস্থিততে বৈঠক, ধসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন প্রকল্প
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সভাপতিত্বে শনিবার আসানসোলের সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইসিএলের পুনর্বাসন প্রকল্পে রানিগঞ্জ মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। জেলাশাসক ও মন্ত্রী ছাড়াও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল (সদর) ও দুর্গাপুরে মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ও সৌরভ চট্টোপাধ্যায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।



পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জেলাশাসক বলেন, রানিগঞ্জ সহ কয়লাখনি এলাকায় ধসে ক্ষতিগ্রস্থ মানুষদের পুনর্বাসনের জন্য মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে। অন্ডাল অঞ্চলের দক্ষিণখণ্ড এলাকায় ৪ হাজার ফ্ল্যাট প্রস্তুত রয়েছে। পুনর্বাসনের বিষয়ে একটি নতুন পরিকল্পনা বা নীতি তৈরি করা হয়েছে। যা অনুমোদনের জন্য শিল্প দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।
জামুড়িয়ায় কিছু ফ্ল্যাট প্রস্তুত আছে কিনা জানতে চাইলে জেলাশাসক বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে ফ্ল্যাট বরাদ্দ করা হচ্ছে না। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিন হাউজিং দপ্তর জানিয়েছে যে সেখানেও পুনর্বাসনের কাজ চলছে। শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে। এদিকে, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংও বলেন, এদিনের বৈঠকে ধসে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকার এবং জেলা প্রশাসন এই এলাকার মানুষদের পুনর্বাসনের জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে।