ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশনের সদস্য, সমালোচনা পুলিশ প্রশাসনের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে। তার ২৪ ঘন্টার মধ্যেই শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাঃ অর্চনা মজুমদার। তিনি গোটা বিষয়টি নিয়ে নির্যাতিতার বাবা ও মা, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলেন ।



পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, কেন এই ঘটনা ঘটবে? রাজ্যের সর্বস্তরে ঘুণ ধরে গেছে। মেয়েটির বাবা ও মা অনেক কষ্ট করে টাকা দিয়ে এই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ানোর জন্য ভর্তি করেছিলেন। কিন্তু তাদের স্বপ্ন আজ চুরমার হয়ে গেছে।
তিনি আরো বলেন, এই ঘটনার জন্য কমবেশি সবাই দায়ী। দায়িত্ব সবাইকে নিতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেন কলেজ ক্যাম্পাসে সব ধরনের খাবারের দোকান থাকবে না। কেন রাতে খাবার খেতে পড়ুয়াদের কলেজের বাইরে যেতে হবে? এটা কলেজ কতৃপক্ষের দেখা উচিত। কলেজের ভেতরে এই ব্যবস্থা থাকলে এই্ ঘটনা ঘটতো না।