অগ্নিমিত্রা পাল-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ তৃণমূল জেলা সভাপতির
বেঙ্গল মিরর, রানীগঞ্জ : নিমচা মুর্গাথলে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন, জেলা সভাপতির নিশানা বিজেপি বিধায়কের দিকেআসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লকের পক্ষ থেকে রবিবার নিমচা মুর্গাথলে এক বর্ণাঢ্য বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চেয়ারম্যান সহ বিধায়ক হরেরাম সিং, আসানসোল দক্ষিণ গ্রামীণ অবজারভার অভিজিৎ ঘটক, জেলা পরিষদ সভাপতি বিশ্বনাথ বাউরি, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী অসীমা চক্রবর্তী, ব্লক সভাপতি দেবনারায়ণ দাস, সহ-সভাপতি সায়ন্তন মুখোপাধ্যায় ও অর্জুন সিং এবং মহিলা ব্লক সভানেত্রী সমাপ্তি পান্জা, সহ বহু নেতাকর্মী।অনুষ্ঠানের সময় আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকার সকল পঞ্চায়েতের কর্মীদের তাদের কাজের জন্য সম্মানিত করা হয়।



সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিধানসভা নির্বাচন আর খুব দূরে নয়, তাই এখন থেকেই সকল কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।” তিনি আরও বলেন, “এইবার আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা আমাদের লক্ষ্য।”বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “তিনি এতদিনে কোনো বাস্তব কাজ করেননি, শুধুমাত্র সেলফি তুলে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। কিন্তু এখন মানুষ সব বুঝে গেছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসই বিজয়ের মুকুট পরবে।”অনুষ্ঠানে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনার পরিবেশ, বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থকরা যোগ দেন এই বিজয় সম্মেলনে।