কুলটিতে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো গম বোঝাই ট্রাক
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ উত্তরপ্রদেশ থেকে কলকাতা যাওয়ার পথে ১৯ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো গম বোঝাই একটি ট্রাক। তবে, ট্রাকের চালক ও খালাসি অল্পের জন্যে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার ভোরবেলা ঘটনা ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ব্রিজের কাছে। জানা গেছে, একটা গম বোঝাই ট্রাক উত্তরপ্রদেশ থেকে কলকাতার দিকে যাচ্ছিলো। এদিন ভোরবেলা ট্রাকটি ১৯ নং জাতীয় সড়কে কুলটি থানার চৌরঙ্গী ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে ধাক্কা মেরে ডিভাইডারে গিয়ে উল্টে যায়।













খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। এই প্রসঙ্গে ১৯ নং জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে সোমনাথ সিং নামে এক কর্মী বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্টাক উল্টে গেলেও চালক বা খালাসির কোন আঘাত লাগে নি। তারা ঠিক আছেন।
এই ঘটনার জেরে কুলটি – কলকাতা লেনে গাড়ি চলাচল ব্যহত হয়। পরে পুলিশ ট্রাকটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়।

