আসানসোলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি, এডিপিসির অফিসারদের সঙ্গে বৈঠকে মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির ট্রাফিক গার্ড আসানসোল শহর ও তার আশপাশের এলাকায় ট্র্যাফিক ব্যবস্থা সুগম ও ভালো করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।বুধবার এই ট্রাফিক ব্যবস্থা নিয়ে আসানসোল পুরনিগমে মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে একটি বৈঠক হয়। সেই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (ট্রাফিক) বিশ্বজিৎ সাহা ছিলেন। এছাড়াও এই বৈঠকে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় মণ্ডল, আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি মহঃ আশরাফুল, অন্যান্য ট্রাফিক গার্ডের অফিসার সহ আসানসোল পুরনিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন।













এই বৈঠক আসানসোল শহর সহ পুর এলাকায় ট্র্যাফিক ব্যবস্থা সুগম করা এবং জনসাধারণের জন্য নিরাপদ করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে বিশ্বজিৎ সাহা বলেন , এদিনের বৈঠকে সমগ্র আসানসোল পুরনিগম এলাকায় ট্র্যাফিক ব্যবস্থা উন্নতি করার জন্য কি কি করা দরকার তা নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু জায়গায় স্পিড ব্রেকার বসানো ও লাইট লাগানোর প্রয়োজন রয়েছে। এই ধরণের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, এডিপিসি ট্রাফিক গার্ড ও আসানসোল পুরনিগম একসাথে আসানসোল পুর এলাকায় ট্র্যাফিক ব্যবস্থা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিনের বৈঠকে ট্রাফিক ব্যবস্থা আরো মসৃণ করার বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে এডিপিসির ট্রাফিক গার্ডের অফিসার ও আসানসোল পুরনিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কোন জায়গা কি কি করার প্রয়োজন রয়েছে তা নিয়ে এদিনের আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে যা যা করা দরকার, তাই করা হবে।

