দুর্গাপুর ধর্ষণ কান্ড : ধৃত নির্যাতিতার সহপাঠীকে আদালতে পেশ, পুলিশ হেফাজতের আবেদন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর ধর্ষণ কান্ডে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ওয়াসিফ আলিকে। বুধবার সকালে সহপাঠীকে ওয়াসিফ আলিকে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘটনার আরো তদন্তে তাকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকের কাছে আবেদন করা হয়েছে। ধৃত ওয়াসিফ আলি মালদহের বাসিন্দা বলে জানা গেছে। প্রসঙ্গতঃ, এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৫ জনের মধ্যে তিনজন ১০ দিন ও বাকি দুজন ৯ দিনের পুলিশ হেফাজতে রয়েছে।













মঙ্গলবার সকালে ধৃত ৫ জন ও সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুলিশ রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করেছিলো পুলিশ। সন্ধ্যায় আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন নির্যাতিতার সহপাঠীর আচরণ সন্দেহজনক। তাকে জেরা করা হচ্ছে। এর ঠিক একঘন্টা পরেই তাকে গ্রেফতার করে নিউটাউন শিপ থানার পুলিশ।

