রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগ, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আদিবাসী গ্রামের শিশুদের খাবারের ব্যবস্থা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলের ব্লু ফ্যাক্টরি এলাকার আদিবাসী গ্রামে ৫০ জন শিশুকে দুপুরের খাবার দেওয়া হলো রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের তরফে। ফুডম্যান চন্দ্রশেখর কুণ্ডুর সংগঠন ” ফিড”র তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী শচীন রায়, চন্দ্রশেখর কুণ্ডু ছাড়াও সংগঠনের আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।



এই প্রসঙ্গে শচীন রায় বলেন, এদিন বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চন্দ্রশেখর কুণ্ডুর সংগঠনের সহযোগিতায় রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার আদিবাসী গ্রামের শিশুদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিলে। আমরাও তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি । তিনি আরো বলেন, রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার সর্বদা এই ধরণের কাজ করে থাকে। যাতে সমাজের বঞ্চিত শ্রেণীর মানুষের জন্য কিছু একটা করা যায়। এই কথা মাথায় রেখে এদিন এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই শিশুদের মুখে খুশি দেখে আমরাও খুব খুশি। আগামী দিনে এই গ্রামের শিশুদের জন্য কি করা যায়, তা আমরা আলোচনা করে দেখবো।